নিজস্ব প্রতিবেদক: প্রতারণায় অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব নেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইভ্যালির প্রতিষ্ঠাতা ও তার স্বামী মোহাম্মদ রাসেলের মুক্তি দাবি করে আসছেন।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ৫ টায় ইভ্যালি নানা বিষয় নিয়ে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তার প্রায় সব কথাতেই উঠে আসছিল ইভ্যালির প্রতিষ্ঠাতা ও তার স্বামী মোহাম্মদ রাসেলের জামিনের বিষয়টি।
গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে শামীমা বলেন, অবশ্যই আমাদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা আছে। এর জন্য আমাদের সার্ভার খুলতে হবে। সার্ভার খোলা না থাকলে এটি সম্ভব হবে না। এর জন্য আপনাকে সরাসরি অ্যামাজনের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু মোহাম্মদ রাসেল কারাগারে থাকায় তা সম্ভব হচ্ছে না।
ইভ্যালির টাকার হিসাব জানতে চাইলে তিনি সার্ভারের স্বার্থে রাসেলকে কারাগার থেকে ছাড়ার আহ্বান জানান।
তিনি বলেন, র্যাব আমাদের অফিসে অভিযান চালালে এক কথায় আমাদের সকল কর্মীকে অফিস থেকে বের করে দেয়। আমাদের কাছ থেকে অফিসের চাবি ছিনিয়ে নেওয়া হয় এবং র্যাব নিরাপত্তা ছাড়াই অফিস ছেড়ে চলে যায়। তাহলে জানেন, আমাদের অফিসে ডাকাতি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিসহ বেশ কিছু পণ্য ধ্বংস হয়েছে। আমরা মোট পাঁচটি গেটওয়ের মাধ্যমে টাকা লেনদেন করতাম। সার্ভার ওপেন হলেই আমরা টাকা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারব।
তিনি আরও বলেন, রাসেলের জামিন না হলে সার্ভার খোলা সম্ভব হবে না। আসলে রাসেলের বিরুদ্ধে মামলাটি চেক ডিজোনার। মামলাটি দেড় কোটি টাকার। আমরা রাসেলের জামিন নিয়ে কাজ করছি। আগামী জুন মাসে রাসেলের জামিনের আবেদন করব।
এছাড়া সংবাদ সম্মেলনে ইভ্যালির ক্রেতা-বিক্রেতারা ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের মুক্তির দাবি জানান। তিনি বলেন, রাসেলকে ছেড়ে দিলে টাকা ফেরত পাওয়া সহজ হবে।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ২০২১ সালের সেপ্টেম্বরে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এরপর রাসেল ও তার স্ত্রী ইভেলির সভাপতি শামীমা নাসরিনকে আটক করা হয়। রাসেল বর্তমানে কারাগারে রয়েছেন। তবে গত এপ্রিল থেকে তার স্ত্রী শামীমা জামিনে রয়েছেন।