নিজস্ব প্রতিবেদক: পূজা ও ঈদে মিলাদুন্ননি (সা.) একটানা ছুটিতে দেশের প্রায় সব পর্যটন এলাকাতেই উপচেপড়া ভিড়ের কথা জানা গেছে। মেঘের উপত্যকা রাঙামাটির সাজেক ভ্যালিতে সেই ভিড় অন্য স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। ফলে আগে রুম বুকিং না করায় বিপাকে পড়েছেন সেখানে যাওয়া পর্যটকেরা।
হোটেল সঙ্কটের কারণে অনেক পর্যটককে থাকতে হচ্ছে গাড়িতে, মসজিদের, রিসোর্টের বারান্দার বা খোলা আকাশের নিচে।
এরই মাঝে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে, তিন হাজার টাকার রুম ১২ হাজার টাকা দাবি করছেন রিসোর্ট মালিকরা। আর মালিকরা দাবি করেছেন, নির্ধারিত ভাড়া ছাড়া কোনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না।
জানা গেছে, যারা পরিকল্পনা ছাড়া সাজেকে এসেছেন তারাই বিপাকে পড়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, “রুম সংকটের বিষয়টি শুনেছি। তবে যারা আগে রুম বুকিং করে সাজেক গিয়েছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। তাই পর্যটকদেরও জেনে শুনে আসা উচিত।”