নিজস্ব প্রতিবেদক: রণবীর-আলিয়া জুটি বলিউডের খ্যাতীমান অভিনয় শিল্পীর প্রথম সন্তান পৃথিবীর আলো দেখল।
আজ রোববার (৬ নভেম্বর) মুম্বাইয়ের এইচএন রিলায়্যান্স হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৮টায় ভর্তি করা হয় আলিয়া ভাটকে। কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।
রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবনে সাতপাকে বাঁধা পড়েন তারা। এ হিসেবে বিয়ের ঠিক ৭ মাসের মাথায় মা হলেন বলিউডের মহেশ কন্যা আলিয়া।
প্রথম সন্তানের আসার খবর আত্মীয়স্বজনের কাছে ছড়িয়ে পড়ায় তারা একে একে হাসপাতালে এসে ভিড় করছেন।
এই মুহূর্তে নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে এ আনন্দ উদ্যাপন চলছে। ২৮ নভেম্বর আলিয়ার ৩০ বছর পূর্ণ হবে। এ নিয়েও চলছে দুই পরিবারে নানা আয়োজন।