ঢাকা, সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ১৫ মাঘ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
Aslam-Serniabath
সর্বশেষ সংবাদ
ফু ওয়াং ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ খুলনা পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা মেঘনা পেট্রোলিয়ামের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ শাইনপুকুর সিরামিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ অগ্নি সিস্টেমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ বারাকা পতেঙ্গার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ইন্ট্রাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ আর্গন ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অনুসন্ধানী
Print

কোম্পানির যোগসাজসে নাভানা ফার্মার শেয়ার নিয়ে কারসাজি!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি হচ্ছে বলে বাজারে আওয়াজ রয়েছে। কোম্পানিটির শেয়ার কারসাজির সঙ্গে জড়িত রয়েছে একটি শক্তিশালী চক্র। অভিযোগ রয়েছে, চক্রটিকে কারসাজিতে বিভিন্নভাবে সহায়তা করছে কোম্পানিটির কিছু কর্তাব্যক্তি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কিছু কিছু কোম্পানির কর্তাব্যক্তিদের সঙ্গে আঁতাত করে বিনিয়োগকারীদের সঙ্গে বছরজুড়ে কারসাজি করে আসছে শেয়ারবাজারে কয়েকটি কারসাজি চক্র। যারা কোম্পানিগুলোর সঙ্গে পর্দার আড়ালে সুসম্পর্ক রাখার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গেও দহরম-মহরম বজায় রাখে। যে কারণে তারা সব সময় থাকে পর্দার আড়ালে। ছোট-খাটো কিছু নামসর্বস্ব বিনিয়োগকারীর লোক দেখানো শাস্তি বা জরিমানা হলেও কারসাজির আসল হোতারা সব সময় থেকে যান পর্দার আড়ালেই।

নাভানা ফার্মার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কোম্পানিটির শেয়ার সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছেন ২৪ টাকায়। লেনদেনের প্রথম ৮ দিনে কোম্পানিটির শেয়ারদর ২৪ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৫১ টাকায়। এই সময়ে শেয়ারটির দর বাড়ে ২৭ টাকা বা ১১২ শতাংশের বেশি। এরপর ৯ম দিনে আসে ডিভিডেন্ডের ঘোষণা। সেদিন সার্কিট ব্রেকার না থাকার কারণে শেয়ারটির দর ৫১ টাকা থেকে ৯১ টাকায় উঠে যায়। একদিনেই বেড়ে যায় ৪০ টাকা বা ৭৮ শতাংশের বেশি।

চলতি সপ্তাহের তিন কার্যদিবসও শেয়ারটির দর বেড়েছে। সর্বশেষ মঙ্গলবার (০৮ নভেম্বর) দর উঠেছিল ১৩২ টাকায়। দিনশেষে ক্লোজিং হয়েছে ১২১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ১৩২ টাকায় তোলে ধীরে ধীরে শেয়ার সেল করেছে কারসাজিকারিরা। যে কারণে ১৩২ টাকা উঠে নেমে যায় ১২২ টাকার নিচে।

শেয়ারবাজারে আসার পর ২০ কাযদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯৭ টাকা ৮০ পয়সা বা ৪০৭.৫০ শতাংশ। গত দুই সপ্তাহ যাবত কোম্পানিটির শেয়ার লেনদেন ও দরের দিক থেকে শীর্ষ তালিকায় স্থান দখল করে নিয়েছে। কারসাজি ছাড়া এভাবে কোন শেয়ারের লেনদেন ও দর বৃদ্ধি কোনভাবেই সম্ভব নয় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে এ বিষয়ে সম্পূর্ণ বিপরীত উত্তর আসছে। কোম্পানিটির সচিব জয়নুল আবেদিন শেয়ারনিউজ২৪.কমকে বলেন, নাভানা গ্রুপের আরও কয়েকটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে। এতে করে নাভানা ফার্মার বোর্ড ভালোভাবেই জানে কিভাবে আইন মেনে শেয়ারবাজারে চলতে হয়।

তিনি বলেন, নাভানা ফার্মার মালিকপক্ষ শেয়ার কারসাজির সঙ্গে জড়িত এমন তথ্য আমাদের কাছেও এসেছে। যে বিষয়টি খুবই দুঃখজনক। কারণ আমাদের কোম্পানি কর্তৃপক্ষ কোনভাবেই এমন কাজের সঙ্গে জড়িত নেই বা এই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্যও নেই।

শেয়ারবাজারে আসার পর নাভানা ফার্মার দর চিত্র:

কোম্পানিটির শেয়ার গত ১৮ অক্টোবর থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ওষুধ কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছে। সারাদেশে মানবদেহের ৪৮৬টি ও ভেটেরিনারি ৪৮টি পণ্য বাজারজাত করা এই কোম্পানিটির সেফেলোস্পেরিন ইউনিটের সংস্কার, উৎপাদন ভবন নিমার্ণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং বিল্ডিং নিমার্ণের জন্য শেয়ারবাজার থেকে এই টাকা সংগ্রহ করেছে।

১৯৮৬ সালে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিজস্ব জমিতে ওষুধ উৎপাদনের শুরু করে। ১৯৮৮ সালে সাধারণ উৎপাদন ইউনিট চালু করে কোম্পানিটি। ২০০৩ সালে ভেটেরিনারি প্রোডাকশন ইউনিটের উৎপাদন শুরু হয়। ২০০৯ সালে সেফালোস্পোরিন ইউনিট শুরু করা হয়, যা একটি উচ্চমানের সেফালোস্পেরিন সুবিধা নিশ্চিত করে এবং ২০১২ সালে শুরু করা হয় এসভপিও ইউনিট। আর ২০১৩ সালে পেনিসিলিন ইউনিটের নতুন সুবিধা শুরু করা হয়।

শেয়ারবাজারে লেনদেন শুরুর ৮ কার্যদিবস পর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। যা আগের অর্থবছর একই সময়ে ছিল ২ টাকা ৫২ পয়সা।

আগামী ১৩ নভেম্বর কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। বাজারে গুঞ্জন রয়েছে, কারসাজিকারিরা যাতে আকাশচুম্বী দরে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চাপাতে পারে, সেজন্য কোম্পানিটি হয়তো নজরকাড়া মুনাফা ঘোষণা করবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের বহু কোম্পানি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তাদের সুবিধা মতো ইচ্ছেমতো বাড়িয়ে-কমিয়ে প্রকাশ করে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সাধারণ বিনিয়োগকারীদের গায়েল করার জন্য অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করে তারা। কোম্পানিটির শেয়ারদর দেখে মনে হচ্ছে, নাভানা ফার্মাও সেই পথেই হয়তো হাঁটতে পারে-এমন অভিযোগ করছেন তাঁরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, শেয়ারদর বাড়ার পাশাপাশি গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের মোটা অঙ্কের লেনদেনও হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। যে কারণে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় তৃতীয় স্থানে ছিল এবং দর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় ১১৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে শীর্ষ স্থানে উঠেছিল।

চলতি সপ্তাহের তিন কার্যদিবসও কোম্পানিটি লেনদেন ও দর বৃদ্ধির ক্ষেত্রে সমানতালে দাপট বজায় রেখেছে। এই তিন কার্যদিবসের মধ্যে রোববার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪৬ লাখ ১৮ হাজার শেয়ার, যার বাজার মূল্য ছিল আনুমানিক ৫০ কোটি ৫৬ লাখ টাকা; সোমবার ৩৪ লাখ ৭৬ হাজার, যার বাজার মূল্য আনুমানিক ৪২ কোটি ৬০ লাখ টাকা এবং মঙ্গলবার প্রায় ৪৮ লাখ, যার বাজার মূল্য ছিল আনুমানিক ৪৭ কোটি ৯৪ লাখ টাকা।

সাধারণ বিনিয়োকারী ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির শেয়ারদর ও লেনদেন অবস্থা পর্যালোচনা করলে শেয়ারটি নিয়ে যে কারসাজি হচ্ছে তা দিনের মতো পরিস্কার হয়ে যায়। এতে সন্দেহের কোনো অবকাশই থাকে না। কিন্তু তারপরও নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিদের চোখে শেয়ারটির কারসাজি ধরা পড়ছে না। যে কারণে যতই দিন যাচ্ছে, ততই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ও স্বচ্চতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। সাধারণ বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা ভরসা ও আস্থার প্রধান জায়গা হলো নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ। শেয়ারবাজারে স্বার্থে প্রষ্ঠানটিগুলোর উজ্জ্বল ভাবমূর্তি বজার রাখা অত্যাবশ্যক। তাঁরা বলছেন, প্রতিষ্ঠানগুলোর আস্থা ও ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার স্বার্থে এবং শেয়ারবাজারে বৃহত্তর স্বার্থে কারসাজিকারিদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থাসহ উভয় স্টক এক্সচেঞ্জের শক্ত অবস্থান অবশ্যই দরকার।

শেয়ারনিউজ, ০৮ নভেম্বর ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

২২ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ঝোঁক

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ঝুঁকছে ১৮ কোম্পানির শেয়ারে

পাঁচ কোম্পানির শেয়ার ছেড়েছে বিদেশি বিনিয়োগকারীরা

বিদেশিদের নজর বেড়েছে পাঁচ কোম্পানির শেয়ারে

পাঁচ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন

এক যুগেও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেনি মিউচ্যুয়াল ফান্ড

দুই কোম্পানির অবস্থানগত অবনতি

ডিভিডেন্ড পেলো ১২ কোম্পানির বিনিয়োগকারীরা

উচ্চ প্রিমিয়ামে তালিকাভুক্ত ৮০ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে

কানাডা ও তুরস্কে মুন্নু সিরামিকের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

বিমার আইপিও শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্ন বহুগুণ

এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে তালিকাভুক্ত কোম্পানির রিপোর্ট

অনুসন্ধানী - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • নারী-পুরুষের বন্ধ্যত্বের কারণ, প্রতিকার
  • বেতন বাড়ছে কোহলিদের
  • পুলিশ কর্মকর্তার হাতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী
  • ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
  • রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • রোববার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • এমজেএলবিডির বোর্ড সভার তারিখ ঘোষণা
  • জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • জিকিউ বলপেনের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • ফরচুন সুজের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, নিহত ৪
  • পরিবর্তন আসছে পেনাল্টির নিয়মে
  • শেয়ারবাজার
  • ফু ওয়াং ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • আমরা নেটওয়ার্কের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • খুলনা পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
  • মেঘনা পেট্রোলিয়ামের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • শাইনপুকুর সিরামিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • অগ্নি সিস্টেমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • বারাকা পতেঙ্গার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ইন্ট্রাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • আর্গন ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • বেক্সিমকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ইভিন্স টেক্সটাইলেরদ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • শাহজীবাজার পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • বেক্সিমকো ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • এইচ আর টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • অ্যাসোসিয়েট অক্সিজেনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ইস্টার্ন লুব্রিক্যান্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • তমিজউদ্দিন টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • লিগ্যাসী ফুটওয়্যারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • কনফিডেন্স সিমেন্টের স্টক ডিভিডেন্ডে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা!
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media