৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন অভিযানে তিতাস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করেছে গ্যাস বিতরণ কোম্পানি তিতাস।
কোম্পানিটি বলছে, বারবার সতর্ক করা সত্ত্বেও, টাইটাস বকেয়া বিল সাফ করার জন্যই অভিযান।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা উত্তর পৌর কর্পোরেশন এলাকায় অভিযান শুরু হয়। তিতাসের রাজস্ব শাখার জিএম রাশেদুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিতাসের রাজস্ব শাখার জিএম বলেন, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতরাকুল পর্যন্ত এলাকা তিতাস কুড়িল কার্যালয়ের আওতায় আসে।
তিনি বলেন, এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যাদের বিল বিলম্বের পরও পরিশোধ করা হচ্ছে না।
রাশেদুল আলম আরও বলেন, আগের মতো আজও আমরা সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধের পরে পুনরায় সংযোগ প্রদান করা হবে।
শেয়ারনিউজ, ১৪ নভেম্বর ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৮৩৬-৪৬০৭৯৮, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |