নিজস্ব প্রতিবেদক: ডরথী রহমান জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত-১৯ আসনের সংসদ সদস্য হয়েছেন। ওই আসনের সংসদ সদস্য ছিলেন অ্যানী রহমান। গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেষ সময় ১ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোছা. ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন। ২ নভেম্বর বাছাই করে তা গৃহীত হয়। গত ৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ডরথি রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সংসদ সদস্য এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।