নিজস্ব প্রতিবেদক: ঐন্দ্রিলা শর্মা কোমায় থেকে বেরিয়ে এলেও শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর এমন সংকট পরিস্থিতিতে প্রেমিক সব্যসাচী তার ফেসবুক পেজে একটি হৃদয়বিদারক পোস্ট দিয়েছেন।
সব্যসাচী ফেসবুকের দেওয়ালে লেখেন- ‘কোনোদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক কিছু একটা ঘটনা ঘটুক, প্রার্থনা করুন।
হঠাৎ সব্যসাচীর এমন পোস্টে চিন্তার ভাঁজ পড়েছে ঔন্দ্রিলার ভক্তদের মনে। এদিকে কর্তব্যরত হাওড়ার সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, অভিনেত্রীর শরীরে জ্বর আর সংক্রমণ দুটোই এখনও কমেনি। আপতত ভেন্টিলেটরে সি-প্যাপ সাপোর্টে রয়েছেন তিনি। তাই এখনও সংকটজনক পরিস্থিতি কাটাতে পারেননি ঐন্দ্রিলা।
জানা যায়, ১ নভেম্বর থেকে টানা ১৫ দিন ধরে জীবন-মৃত্যুর দোলাচলে ভাসছেন তিনি। এ যুদ্ধে তার প্রতিমুহূর্তে পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী।
ঐন্দ্রিলা দুবার দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় আবার ফিরে ভালোই কাজ করছিলেন। একটি ওয়েব সিরিজে শুটিং করার জন্য কয়েক দিনের মধ্যেই তার গোয়া যাওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক এই অসুস্থতায় তার সব শুটিংই এখন বন্ধ। সবাই এখন তার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।