নিজস্ব প্রতিবেদক: বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন মডেল ও অভিনেত্রী শেহতাজ-প্রীতম। বিয়ের পর এবারই প্রথম কক্সবাজারে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। তবে এ সময় কাটানোকে মধুচন্দ্রিমা বলতে নারাজ শেহতাজ-প্রীতম দম্পতি।
গত ২৮ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
কাজে ব্যস্ত সময় পার করা এ তারকা দম্পতি মনে করেন, এ সময়টা কাজের ফাঁকে একটু অবসর নেয়ার। সম্প্রতি এ কপোত-কপোতী তাদের অবসরযাপনের সুন্দর কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
ছবিতে লাস্যময়ী হয়ে ধরা দিয়েছেন শেহতাজ। কুল বয় লুকে শুভ্রতা ছড়িয়েছেন প্রীতম। এ সময় দুজনকেই বেশ হাসিখুশি আর প্রাণবন্ত দেখাচ্ছিল।
দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বাস্তবে জুটি বেঁধে বেশ যে ফুরফুরে মেজাজে আছেন তার প্রমাণ মেলে এসব ছবিতে।
নেটদুনিয়ার সেসব ছবি ভক্তদের হৃদয়ও তাই জয় করে নিয়েছে। এভাবেই সুন্দর মুহূর্ত কাটুক তাদের–এটাই চাওয়া ভক্তদের।
উল্লেখ্য, এ বছর কোনোভাবেই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না প্রীতম ও শেহতাজ দম্পতি। তবে ইনস্টাগ্রামে শেহতাজ জানান, আগামী বছরের শুরুতে ঘটা করে মধুচন্দ্রিমায় যেতে পারেন তারা।