নিজস্ব প্রতিবেদক: দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর মোটরসাইকেলে করে জঙ্গিদের পালিয়ে যাওয়ার চিত্র সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আদালত চত্বর থেকে থেকে ফিল্মি স্টাইলে পালিয়ে যাওয়া দুই জঙ্গি আবু সিদ্দিক ও মইনুল ইসলাম প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও অভিজিৎ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
রোববার (২০ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার জজ আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আবু সিদ্দিক ও মইনুল ইসলামকে ছিনিয়ে নেওয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লাল রঙের একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা এক ব্যক্তি ওই দুই জঙ্গিকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। এ সময়ে একদম পেছনে বসা ব্যক্তির মুখে কালো কাপড় বাঁধা ছিল। মোটরসাইকেলটির সামনের নম্বর প্লেটের লেখা বোঝা যাচ্ছে না। তবে এটি টিভিএস কোম্পানির ফোরভি মডেলের মোটরসাইকেল বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, আদালত প্রাঙ্গণে তারা একটি মোটরসাইকেল ফেলে যান। জানা গেছে, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল থেকে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় ঢাকা জেলা জজ আদালতের গেটে আগে থেকে ওঁৎ পেতে থাকা জঙ্গিরা আবু সিদ্দিক ও মইনুলকে ছিনিয়ে নেয়। এ সময় তারা কর্তব্যরত পুলিশের চোখে অতর্কিতে স্প্রে করে ও পুলিশকে মারধর করে। আশপাশের অন্যরা বাধা দিতে এলে তাদের চোখেও স্প্রে করে জঙ্গিরা। এ সময় জজ আদালত চত্বরে এক ভীতিকর পরিস্তিতি সৃষ্টি হয়।