নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ এতদিন স্থগিত ছিল। সোমবার (২১ নভেম্বর) আপিল বিভাগের রায় ঘোষণা করা হয়। হাইকোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
জায়েদ খান বলছেন, এটা চূড়ান্ত রায় না। তিনি বলেন, নিপুণ আদালতে আপিল করেছিলেন সেই রায়ের একটা আদেশ দিয়েছেন। যদি চূড়ান্ত রায় আদালত দিতেন তাহলে আমার প্রার্থিতা অবৈধ ঘোষণা করতেন। যেহেতু আদালতে শুনানি হবে সেহেতু এ রায় চূড়ান্ত নয়।
জায়েদ সময় সংবাদকে বলেন, ‘আমার বিশ্বাস আমি শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি। সেহেতু আদালত চূড়ান্ত রায়ে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করবেন।
চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে জটিলতা সৃষ্টি হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে।
ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। পরে অভিনেতার প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। এ নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হলে পদে কে দায়িত্ব পালন করবে, তা নিয়ে সংশয় ছিল শিল্পীদের মধ্যে। তবে এ রায় ঘোষণা সে শঙ্কার অবসান ঘটিয়েছে বলা যায়।