নিজস্ব প্রতিবেদক: রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মস্কো ও কিয়েভ একে অপরকে দোষারোপ করেছে।
জানা গেছে, কয়েক দিন ধরেই রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের চারপাশে অব্যাহত রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এতে ধ্বংস হচ্ছে একের পর এক ঘরবাড়ি। সোমবারও (২১ নভেম্বর) বেশ কয়েকটি অঞ্চলে লাগাতার গোলাবর্ষণে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
জাপোরিঝিয়ায় হামলার ঘটনায় রাশিয়ার দিকেই অভিযোগের আঙুল তুলেছে ইউক্রেন। তবে এ দাবি প্রত্যাখ্যান করে, হামলার জন্য পাল্টা কিয়েভকে দায়ী করছে মস্কো।
এদিকে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একদল গবেষক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে ব্যাপক হামলার পর ক্ষয়ক্ষতি পরিমাপ করতে সাইটটি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, নতুন ক্ষেপণাস্ত্র হামলার কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকিতে থাকলেও বর্তমানে পারমাণবিক বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই বলে জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন যে জাপোরিজিয়াকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করা প্রয়োজন। তিনি অবিলম্বে এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানান।
এদিকে, ইউক্রেন দাবি করেছে যে খেরসন শহরে চারটি রুশ সামরিক নির্যাতন চেম্বারের সন্ধান পাওয়া গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষও দাবি করেছে যে অভিযানের সময় শহরে বেশ কয়েকটি পুলিশ বিল্ডিং পাওয়া গেছে, যেখানে রাশিয়ান সামরিক বাহিনীর অনেকগুলি আইটেম রয়েছে।
ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত হামলায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ছাড়া দেশের অন্তত এক কোটি মানুষ বিদ্যুৎহীন।