নিজস্ব প্রতিবেদক: আমদানি-রফতানির লাইসেন্সের মেয়াদ এক বছরের পরিবর্তে ৫ বছর করেছে সরকার। আগে ব্যবসায়ীদের প্রতি বছর এ লাইসেন্স নবায়ন করতে হতো। তবে এখন থেকে আর প্রতি বছর এ লাইসেন্স নবায়ন করতে হবে না।
ব্যবসা সহজ করার উদ্দেশে বিদ্যমান লাইসেন্স বা রেজিস্ট্রেশনগুলোর নবায়ন মেয়াদ বাড়ানো হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে ‘ব্যবসা সহজীকরণের উদ্দেশে বিদ্যমান লাইসেন্স বা রেজিস্ট্রেশনগুলোর নবায়ন বৃদ্ধিকরণ’ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আমদানি ও রফতানিকারকদের বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ইআরসি) মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর পর্যন্ত নির্ধারণ করা হলো। সংশ্লিষ্ট আবেদনকারী তার প্রয়োজন অনুযায়ী এক থেকে ৫ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে আইআরসি ও ইআরসি নিতে পারবেন।
আইআরসি ও ইআরসি ইস্যু বা নবায়নের তারিখ থেকে মেয়াদ গণনা করা হবে। আইআরসি ও ইআরসি গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী সার্টিফিকেট ইস্যু বা নবায়ন ফি দিতে হবে।
দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা এ লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর দাবি করে আসছিলেন। বিভিন্ন সময়ে আমদানি রফতানির লাইসেন্স নবায়ন করা নিয়ে হয়রানির শিকার হওয়ার দাবিও করেছেন দেশের ব্যবসায়ীরা।
গত ১১ আগস্ট রাজধানীর মতিঝিলে ‘৫ বছরের জন্য লাইসেন্স নবায়ন, ব্যবসা সহজীকরণ’ বিষয়ক আলোচনা সভা করে মেট্রোপলিপটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এসময় ব্যবসা-বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার দাবি জানিয়েছিলেন তারা।
প্রত্যেক বছর লাইসেন্স নবায়নে অনেক সময় ও শ্রম অপচয় হচ্ছে। তাই যেকোনো লাইসেন্সের নবায়ন এক বছর ছাড়াও ৫ বছরের জন্যে করার সুযোগ রাখা হোক। এর ফলে একটি প্রতিষ্ঠান যদি ৫ বছরের টাকা দিয়ে লাইসেন্স করে নিতে চায়, তাতে সরকারের রাজস্ব আয় প্রথম বছরেই নিশ্চিত হবে এবং ব্যবসায়ীরা লাইসেন্স নবায়নের কাজ একবারে সেরে অন্যান্য জরুরি কাজে মনোযোগ নিতে পারবেন।