নিজস্ব প্রতিবেদক: কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সহজ জয় হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ৯৭৮ স্টেডিয়ামে সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হয়।
নান্দনিক ফুটবলের পথিকৃৎ খেলার শুরুতেই সাম্বার নান্দনিকতা ফুটিয়ে তোলে ব্রাজিল। প্রথম ২০ মিনিটেই একাধিকবার সার্বিয়ান রক্ষণভাগের ভিত নাড়িয়ে দেয় তিতের শিষ্যরা। মাঠে ভিনিসিয়াসের উপস্থিতি ছিল দেখার মতো। ১৪ মিনিটে অসাধারণ নান্দনিকতা দেখিয়ে অল্পের জন্য গোলবঞ্চিত হয় ব্রাজিল। পরে কর্নার থেকে সরাসরি বল গোলপোস্ট লক্ষ্য করে শট নেন নেইমার। যদিও তা অল্পের জন্য ফিরিয়ে দেন সার্বিয়ান গোলরক্ষক। অতঃপর ২০ মিনিটের মাথায় ক্যাসেমিরোর নেয়া গোলবার অভিমুখী শট সরাসরি গিয়ে পড়ে গোলকিপারের হাতে। ২৭ মিনিটে আরও একবার গোলের দারুণ সুযোগ পায় সেলেসাওরা।
মাঝমাঠ থেকে গোটা সার্বিয়ান ব্যাকলাইনকে ফাঁকি দিয়ে ভিনিসিয়াসের নিকট বল পাঠান ক্যাসেমিরো। ডি বক্সে বল পেয়ে গেলেও ততক্ষণে গোলকিপার সাভিক এসে বিপদমুক্ত করেন। ৩৪ মিনিটের মাথায় গোলকিপারকে একা পেয়েও দুর্বল শট নেন রাফিনহা। এখন অবধি এটিই ব্রাজিলের গোল করার সবচেয়ে বড় সুযোগ ছিল বলা যায়। ৩৭ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করে সার্বিয়া। এর ৪ মিনিট পরেই গোলকিপারকে ফের একা পেয়ে যান ভিনিসিয়াস। সার্বিয়ান ডিফেন্ডারের ভুলে বল পেয়েও গোল করতে পারেননি এই তরুণ ব্রাজিলিয়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সার্বিয়ান গোলকিপার এবং ডিফেন্ডারের ভুলে ডি বক্সে বল পেয়ে যান রাফিনহা। গোলকিপারের সঙ্গে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে গোল করতে পারেননি তিনি। ৫০ মিনিটে ডি বক্সের বাইরে নেইমারকে গুরুতর ট্যাকেল করে হলুদ কার্ড দেখেন। চলতি বিশ্বকাপে সবচেয়ে কম সময়ে বেশি (৬) ফাউলের শিকার হন নেইমার। যদিও ফ্রি কিকে গোল করতে ব্যর্থ হন নেইমার। ম্যাচের ৫৪ মিনিটে আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন নেইমার। ভিনিসিয়াসের ক্রম থেকে বাঁপায়ে নেয়া শট গোলমুখে প্রবেশই করেনি। ৫৭ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম কর্নার পায় সার্বিয়া। এই যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেন ফুলব্যাক আলেক্স সান্দ্রো।
বিপদের হাত থেকে দলকে বাঁচিয়ে সার্বিয়ানদের বিপদে ফেলেন এই সান্দ্রো। ৫৯ মিনিটে তার নেয়া দূরপাল্লার শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে। তবে ব্রাজিলের দফায় দফায় আক্রমণের ফল আসতে দেরি হয়নি আর। ৬২ মিনিটেই আসে কাঙ্ক্ষিত সেই গোল। ভিনিসিয়াসের ডান পায়ের শট সার্বিয়ান কিপার ফিরিয়ে দিলেও বল পেয়ে শট নেন রিচার্লিসন। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ব্রাজিলের দ্বিতীয় গোলটিও আসে রিচার্লিসনের পা থেকেই। ৭২ মিনিটের মাথায় ভিনিসিয়াসের অ্যাসিস্টে বাইসাইকেল শট নেন এই স্ট্রাইকার। ইনজুরিতে নেইমারকে তুলে নিয়ে পরে অবশ্য তরুণদের মাঠে নামান তিতে। শেষ মিনিটগুলো ব্রাজিলের তরুণ ফুটবলাররা দাপিয়ে বেড়ায় পুরো মাঠ।