নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলে শুক্রবার (২৫ নভেম্বর) ৪টি গুরুত্বপূর্ণ খেলায় মাঠে নামছে ৮টি দল। সব খেলাই উপভোগ করা যাবে টেলিভিশনে। চলুন একনজরে দেখা নেয়া যাক খেলার সময়সূচি।
১) ওয়েলস-ইরান: বিকেল ৪টা, খেলাগুলো দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস এবং গাজী টিভিতে।
২) কাতার-সেনেগাল: সন্ধ্যা ৭টা, খেলাগুলো দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস এবং গাজী টিভিতে।
৩) নেদারল্যান্ডস-ইকুয়েডর: রাত ১০টা, খেলাগুলো দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস এবং গাজী টিভিতে।
৪) ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র: রাত ১টা, খেলাগুলো দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস এবং গাজী টিভিতে।