নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন ।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকাতান হারাপান জোটের ৭৫ বছর বয়সী নেতা আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার ইব্রাহিম জানান, দলের ইচ্ছা ও বিবেকের তাগিদে তিনি এ দায়িত্ব কাঁধে নিয়েছেন।
সপ্তাহব্যাপী নির্বাচনের পর দেশটিতে একটি ঝুলন্ত সংসদ তৈরি হয়। গত সপ্তাহে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।
মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানান, যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করা হয়। এরপরই রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান আনোয়ার ইব্রাহিম।