নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগ করে কোন বিনিয়োগকারী ক্যাশ গেইনেই বেশি খুশি থাকেন। আবার কোন বিনিয়োগকারী আছেন ক্যাশ গেইনের পাশাপাশি ডিভিডেন্ড ভোগ করেন। আবার শুধু ডিভিডেন্ড প্রত্যাশিও কিছু বিনিয়োগকারী আছেন। সেই ডিভিডেন্ড প্রত্যাশি মৌসুমী বিনিয়োগকারীদের নজর এখন ২৭টি কোম্পানির শেয়ারে। কারণ আগামী সপ্তাহে এই ২৭টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তরিখ নির্ধারণ করা হয়েছে।
নিয়ন অনুযায়ী কোন বিনিয়োগকারী যদি ডিভিডেন্ড ভোগ করতে চায়, তাহলে সেই বিনিয়োগকারী রেকর্ড ডেটের দিন ওই শেয়ার নিজের রাখতে হবে। তাই রেকর্ড ডেট এগিয়ে আসায় এই ২৭ কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদে আর এক্ষেত্রে ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বেশি নজর দিয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আবার যারা ডিভিডেন্ড নিতে চান না, তারা শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন। যে কারণে কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে।
৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষিত এই ২৭টি কোম্পানির মধ্যে আগামী রোববার (২৭ নভেম্বর) রেকর্ড তারিখ রয়েছে একটি কোম্পানির। ওইদিন রেকর্ড তারিখ থাকা সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী সোমবার (২৮ নভেম্বর) রেকর্ড তারিখ রয়েছে সাতটি কোম্পানির। এই সাত কোম্পানির মধ্যে ইন্দো বাংলা ফার্শা ১ শতাংশ ক্যাশ, বঙ্গজ ৩ শতাংশ ক্যাশ, ঢাকা ডাইং ০.২৫ শতাংশ ক্যাশ, নাভানা ফার্মা ১১ শতাংশ ক্যাশ, সিনো বাংলা ১০ শতাংশ ক্যাশ এবং ১ শতাংশ স্টক, স্কয়ার টেক্সটাইল ৩৫ শতাংশ ক্যাশ, স্কয়ার ফার্মা ১০০ শতাংশ ক্যাশ এবং আমান ফিড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী মঙ্গলবার (২৯ নভেম্বর) রেকর্ড তারিখ রয়েছে দুইটি কোম্পানির। এই দুই কোম্পানির মধ্যে হামিদ ফেব্রিক্স ৫ শতাংশ ক্যাশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস ৬ শতাংশ ক্যাশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী বুধবার (৩০ নভেম্বর) রেকর্ড তারিখ রয়েছে আটটি কোম্পানির। এই আট কোম্পানির মধ্যে খান ব্রাদার্স পিপি ২ শতাংশ ক্যাশ, পাওয়ার গ্রীড ১০ শতাংশ ক্যাশ, ড্রাগন সুয়েটার ২ শতাংশ ক্যাশ এবং শমরিতা হাসপাতাল ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক, অ্যাসোসিয়ে অক্সিজেন ১০ শতাংশ ক্যাশ, আছিয়া সী ফুড ১০ শতাংশ ক্যাশ, স্টার অ্যাডহেসিভ ১২.৫০ শতাংশ ক্যাশ, জেএমআই হাসপাতাল ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রেকর্ড তারিখ রয়েছে নয়টি কোম্পানির। এই নয় কোম্পানির মধ্যে কৃষিবিদ ফিড ৫ শতাংশ ক্যাশ, বেঙ্গল বিস্কুট ৫ শতাংশ ক্যাশ, আইসিবি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক, কহিনুর কেমিক্যালস ২০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক, আরডি ফুড ৩ শতাংশ ক্যাশ, মেঘনা সিমেন্ট ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক, শাহজিবাজার পাওয়ার ১৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক, জিবিবি পাওয়ার ৩ শতাংশ ক্যাশ এবং সিলভা ফার্মা ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।