নিজস্ব প্রতিবেদক: ক্রোয়েশিয়া দলের লাস্যময়ী অনুরাগী ইভানা নল কাতার ফুটবল বিশ্বকাপ আসরে ফের নিরাবরণ হলেন। ৩০ বছর বয়সি ইভানা ২০১৮ সালের বিশ্বকাপের সময় দলের জন্য পোশাক খুলে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন। ২০২২-এর বিশ্বকাপেও দলের জন্য স্বল্পবসনে হাজির হলেন তিনি।
ইতিমধ্যেই ইভানাকে ক্রোয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘ক্রোয়েশিয়াস সেক্সিয়েস্ট চিয়ারলিডার’-এর তকমা দিয়েছে।
ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইভানা স্বল্পবসনা হলেই ক্রোয়েশিয়া দলের তামাম অনুরাগীদের মনে ঝড় ওঠে। ২০২২ বিশ্বকাপে ইভানাকে ক্রোয়েশিয়ার তরফে কাতার পাঠানো হয়েছে।
গত বুধবার গ্রুপ এফ-এ ক্রোয়েশিয়া এবং মরক্কো মুখোমুখি হয়েছিল। আর সেই ম্যাচেও লুকা মদ্রিচদের সমর্থনে পৌঁছে যান ইভানা। ইভানার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারদের সংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজার।
বুধবারের ম্যাচের ঠিক আগেই ইনস্টাগ্রামে নিজের ছবিগুলি আপলোড করেন ইভানা। এই ছবিতে দেখা যাচ্ছে বিকিনি পরে সমুদ্রসৈকতে উত্তাপ বাড়াচ্ছেন ইভানা। ইভানার বিকিনিতে ক্রোয়েশিয়ার জাতীয় পতাকার ছাপ স্পষ্ট। কোনও রকমে বক্ষযুগল ঢাকা। এই ছবিগুলিতে ইভানার হাসি যেন আর ধরছে না। সমুদ্রতটে বালির উপর দাঁড়িয়েও একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইভানা।