নিজস্ব প্রতিবেদক: কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখামুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ ১৬-তে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসি-গোমেজদের। তাই একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।
আর্জেন্টিনা আজ মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। এমনকি সংবাদ মাধ্যমকেও দূরে রাখা হয়েছে গোটা আয়োজন থেকে।
সৌদি আরবের বিপক্ষে শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। বদলি হিসেবে নামানো হয়েছিল লিসান্দ্রো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে। রাইট-ব্যাক ও লেফট-ব্যাক পজিশনে দেখা যেতে পারে বদল। নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় মার্কোস আকুনিয়া এবং নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্তিয়েল সুযোগ পেতে পারেন। বিশ্বকাপের মতো আসরে একটি হারের পর অনেক বেশি পরিবর্তন নিয়ে মাঠে নামলে খেলার ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। তাই মেক্সিকোর বিপক্ষে তিন অথবা চার পরিবর্তন নিয়েই একাদশ সাজাবেন স্কালোনি।