নিজস্ব প্রতিবেদক: তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন স্থানীয় নির্বাচনে হেরে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবারের (২৬ নভেম্বর) নির্বাচনে ভালো ফল করতে পারেনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)। আর তাই পরাজয়ে দায় মাথায় নিয়ে দলের নেতৃত্ব থেকে সরে গিয়েছেন সাই।
শনিবার (২৬ নভেম্বর) দ্বীপরাষ্ট্র তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন ছিল মূলত মেয়র, কাউন্টি প্রধান ও স্থানীয় কাউন্সিলর বাছাইয়ের জন্য। করোনা মহামারি মোকাবিলা ও অপরাধ দমনের মতো বিষয় ছিল গুরুত্বপূর্ণ ইস্যু। স্থানীয় নির্বাচন হলেও ক্ষমতাসীনদের জন্য এটা ছিল একটা বড় পরীক্ষা।
সেই পরীক্ষায় রীতিমতো ক্ষমতাসীন দলের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। জয় ঘরে তুলেছে বিরোধী দল কুয়োমিংতাং (কেএমটি)। ২১টি মেয়র ও কাউন্টি প্রধানের পদের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে দলটি। বিপরীতে ডিপিপি পেয়েছে মাত্র ৫টি। পরাজিত হয়েছেন রাজধানী তাইপের মেয়র চেন শিহ-চুংও।
দলের এই বাজে ফলাফলের দায় নিয়ে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন সাই। তিনি বলেন, তাইওয়ান কীভাবে তার গণতন্ত্র ও চীনের সঙ্গে সামরিক উত্তেজনা মোকাবিলা করছে তা প্রত্যক্ষ করছে পুরো বিশ্ব। তাইওয়ানে দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে। চীনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও ভিন্ন।
কুওমিনতাং (কেএমটি) রক্ষণশীল একটি দল। ঐতিহ্যগতভাবে দলটিকে চীনপন্থী হিসাবে দেখা হয়। তারা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততার পক্ষে। একই সঙ্গে চীনা ভূখণ্ডের সঙ্গে একীকরণের পক্ষে বলেও মনে করা হয়। যদিও তারা দৃঢ়ভাবে চীনপন্থী হওয়ার কথা নাকচ করে আসছে।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পিপলস পার্টির (ডিপিপি) নেতা সাই ইং-ওয়েন ২০২০ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করেন। সাই চীনবিরোধী হিসেবে পরিচিত।