নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১০ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর ২০২২।