নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১২ প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দর বেড়েছে, ৪৩টির দর কমেছে, ২১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আমরা নেটওয়ার্কের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার আমরা নেটওয়ার্কের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।