নিজস্ব প্রতিবেদক: কাতার বিশ্বকাপে কানাডার বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প কোনো পথ ছিল না ক্রোয়েশিয়ার সামনে।
রোববার (২৭ নভেম্বর) দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে শুরুতেই পিছিয়ে পড়েছিল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। তবে শেষ পর্যন্ত কানাডাকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়ানরা।
দুটি গোল করেছেন আন্দ্রেজ কামারিচ। একটি করে গোল করেছেন মার্কো লিভ্রাহা ও লোভ্রো মাজের। কানাডার হয়ে একমাত্র গোলটি করেন আলফান্সো ডেভিস।
ক্রোয়েশিয়ার জয়ের ফলে 'এফ' গ্রুপে নকআউট পর্বে ওঠার মিশনে বেলজিয়ামের পথ আরও কঠিন করে দিলো ক্রোয়েটরা। এখন শেষ ষোলোতে জায়গা করে নিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে এখন জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই কেভিন ডি ব্রুইনের বেলজিয়েমের সামনে।
অন্যদিকে এই ম্যাচে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ক্রোয়েশিয়ার। দুইয়ে থাকা মরক্কোও আছে বেশ ভালো অবস্থানে। ২ ম্যাচে তারা অর্জন করেছে ৪ পয়েন্ট। শেষ ম্যাচে কানাডার বিপক্ষে জিতলে নিশ্চিতভাবে শেষ ষোলতে যাবে আফ্রিকার দলটি। আর বিদায় হয়ে গেছে কানাডার।