নিজস্ব প্রতিবেদক: ইউরোপের সেরা দল বেলজিয়ামকে পাত্তাই দিল না মরক্কো। বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণ-প্রতি আক্রমণে বেলজিয়ামের বিপক্ষে ছেড়ে কথা বলেনি মরক্কোইয়ানরা।
প্রথমার্ধে দুই দলই গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধে ২ গোল আদায় করে নেয় মরক্কো। ম্যাচের ৭১তম মিনিটে দলটির পক্ষে প্রথম গোল করেন মিডফিল্ডার আবদেল হামিদ সাবিরি। খেলা শেষ হওয়ার ইনজুরি টাইমে বেলজিয়ামের জালে কফিনের শেষ পেরেক ঠুকে দেন জাকারিয়া আবুখলাল।
বেলজিয়ামের বিপক্ষে বিশ্বমঞ্চে এটি মরক্কোর প্রথম জয়। আর এই জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে গেল এই আরব দেশটি। ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট রয়েছে মরক্কোর। অন্যদিকে এই হার শেষে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেলজিয়াম।