নিজস্ব প্রতিবেদক: মায়রা লোপেস নামের ব্রাজিলীয় তরুণী ফুটবল নিয়ে তার দারুণ উৎসাহ। সেই উৎসাহের বশেই বিশ্বকাপ নিয়ে এক ঘোষণা দিয়ে কপালে তুলে ফেলেছেন বিশ্ববাসীর চোখ। তরুণী কথা দিয়েছেন, এ বারের বিশ্বকাপ যদি ব্রাজিলের ঘরে যায়, তা হলে তিনি ক্যামেরার সামনে নগ্ন হবেন। নিজের নগ্ন ছবি তুলে তিনি তা বিনামূল্যে বিলি করবেন ফুটবল সমর্থকদের মধ্যে।
নেইমার-রিচার্লিসন-রাফিনহারা শিরোপা জিতলে প্রথমে মায়রা নিজ কক্ষে নগ্ন হয়ে ছবি তুলবেন বা ভিডিও ধারণ করবেন। তারপর সেই ছবি এবং ভিডিও আপলোড করবেন নিজের ওয়েবসাইটে। এমনিতে এই ওয়েবসাইটে প্রকাশিত ছবি বা ভিডিও দেখতে টাকা খরচ করতে হয়। কিন্তু যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন, তাই তার নগ্ন ছবি দেখতে ফুটবলপ্রেমীদের গাঁটের পয়সা খরচ হবে না।
মায়রা লোপেস জানিয়েছেন, ‘ওনলি ফ্যান’ নামের একটি ওয়েবসাইটে তিনি নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা করেছেন। অনলাইনে নিজস্ব ছবি বা ভিডিয়ো বিক্রি করার ওয়েবসাইট এই ‘ওনলি ফ্যান’। সেখানেই বিনামূল্যে সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে দেবেন তিনি। তাই তার নগ্ন ছবি দেখতে ফুটবলপ্রেমীদের গাঁটের পয়সা খরচ হবে না।