নিজস্ব প্রতিবেদক: এক শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে আফ্রিকার দেশ ঘানা।
সোমবার সন্ধ্যা ৭টায় কাতারের আল রায়ান শহরের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেও শেষ পর্যন্ত হেরে যায় দক্ষিণ কোরিয়া।
খেলার ২৩ মিনিটে আসে প্রথম গোল। লেফট উইং থেকে ফ্রি কিক পায় ঘানা। কিক করে বল ডি-বক্সে পাঠালে জটলার মধ্য থেকে গোলে বল জড়ান মোহাম্মদ সালিসু। তবে দেখে মনে হচ্ছিল, বল গোলে ঢোকার আগে হাতে লেগেছে। অবশ্য ভিডিও সহকারী রেফারি (ভিএআর) সেটিকে গোল হিসেবে স্বীকৃতি দিলে উদযাপনে ঘানার আর বাধা থাকেনি।
খেলার ৩৩ মিনিটে মোহাম্মদ কুদুস ঘানার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এবার গোলটি করতে সহায়তা করেন জর্ডান আইয়ে। দুই গোল পেয়ে চাঙ্গা হয়ে ওঠেন ঘানার খেলোয়াড়েরা। ফলে বিরতিতে যাওয়ার আগে তাদের বিপক্ষে সফলতা পায়নি দক্ষিণ কোরিয়া।
বিরতির পর ৫৭ মিনিটে গোল পায় দক্ষিণ কোরিয়া। তাদের হয়ে গোল করেন জো গুয়েসুং। খেলার ৬১ মিনিট পরে দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করে গুয়েসুং সমতায় ফেরান। এশিয়ান জায়ান্টদের এই প্রত্যাবর্তনে ম্যাচ জৌলুস ফিরে পায়। তবে এই আনন্দ বেশিক্ষণ থাকেনি। ৬৮ মিনিটেই গোল করে ব্যবধান ৩-২ করেন ঘানার মোহাম্মদ কুদুস। এতেই জয় পায় আফ্রিকান দেশটি।