নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৯ প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দর বেড়েছে, ১৫টির দর কমেছে, ২৪১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৫৬৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫২৪ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।