নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের ৫ শতাংশ অর্থ অনুদান হিসেবে জমা দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিল বাড়ানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএসআর খাতের বরাদ্দের অর্থ ৫ শতাংশ হারে অনুদান হিসেবে তহবিলে জমার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিরবচ্ছিন্ন করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য উপযোগী মানবসম্পদ গঠনে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের এ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলের আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।
প্রজ্ঞাপনে, প্রতি বছর পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক নিট মুনাফার (নিরীক্ষিত/অনিরীক্ষিত) ভিত্তিতে নির্ধারিত সিএসআরের বাজেট হতে ৫ শতাংশ অর্থ পরবর্তী বছরের ৩০ মে এর মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের ব্যাংক হিসাবে জমা করার নির্দেশনা দেয়া হলো।