নিজস্ব প্রতিবেদক: ১০ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং জ্বালানি তেল ও যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ।
আজ বুধবার (৩০ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বিষয়টি নিশ্চিত করেন।
রাজশাহী বিভাগের আট জেলায় একই সময়ে এ পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বাস ধর্মঘট শুরুর খবরে বুধবার বিকেল থেকেই আন্তঃজেলা ও বিভাগীয় পর্যায়ে বাস চলাচল কমতে থাকে। ফলে বাসের জন্য দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।
এদিকে, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। তাদের দাবি, সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আহ্বায়ক ওবায়দুর রহমান পাঠান বলেন, গণসমাবেশে নেতাকর্মীদের আসা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে জন্য নেতাকর্মীদের বিকল্পভাবে সমাবেশে আগেভাগেই আসতে বলা হয়েছে। যেভাবে হোক, এ সমাবেশ সফল করা হবে।
ধর্মঘট প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বলেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক নেই। কারণ, এই ১০ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে আসছিল বাস মালিক-শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে দাবি না মানার কারণে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে হয়েছে বলে জানান তিনি।