নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর করের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এজন্য রাজধানী ঢাকা ও এর বাইরে দেশের বড় বড় শহরে নতুন করদাতা খুঁজে বের করা হবে।
আজ বুধবার এনবিআর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি বলেন, ‘সম্ভাব্য করদাতা গাড়ির মালিকদের খুঁজে বের করতে ইতোমধ্যে বিআরটিএ-র সঙ্গে কাজ শুরু হয়েছে। আর বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের শনাক্ত করতে ডিপিডিসির কাছে তথ্য চাওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে নতুন করদাতা বাড়বে আশা করা যায়।’
তিনি বড় বড় শহরগুলোতে যাদের বাড়ি-গাড়ি আছে কিংবা ফ্ল্যাটের মালিক কিন্তু করের আওতায় নেই, তাদেরকে শনাক্ত করে করের আওতায় আনা হচ্ছে বলে অবহিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার অডিটর জেনারেল-সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে ‘প্রত্যক্ষ কর ব্যবস্থাপনা ও কর নেট সম্প্রসারণ: প্রাসঙ্গিক ভাবনা’ মূল প্রবন্ধ উপস্হাপন করেন এনবিআর সদস্য (কর-নীতি) ড. সামস উদ্দিন আহমেদ।