নিজস্ব প্রতিবেদক: কাতার বিশ্বকাপে ৯৭৪ স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা। তাদের কাছে কোনো রকম পাত্তাই পায়নি পোল্যান্ড। ‘সি’গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পাড়ি দিয়েছে লিওনেল মেসিরা।
আলবিসেলেস্তেদের হয়ে জয়সূচক গোল দুটি করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। অন্যদিকে আক্রমণ তো দূরে থাক রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল পোলিশরা। তারা এতটাই অসহায় ছিল যে, ম্যাচ শেষে যোগ করা ৬ মিনিটকে ধারাভাষ্যকাররা উল্লেখ করেছেন পোল্যান্ডের জন্য ৬ ঘণ্টার দুঃসাধ্য সময় হিসেবে।