নিজস্ব প্রতিবেদক: বিমান যখন উড়ছিল তখন মাঝ আকাশে বিমানের দরজা খুলে দেয়ার জন্য এক নারী চিল্লাচিল্লি শুরু করে দেয়।
৩৪ বছর বয়সী ওই নারী মেরিল্যান্ডে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের কাউকে কিছু জানাননি। কোনো লাগেজও নেননি। এক পারিবারিক যাজক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। আর তখনই মাঝ আকাশে বিপত্তি। এদিকে ওই যাত্রী প্রথমে এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে গিয়ে বলেন আমি জানালার বাইরে দেখতে চাই। এরপর তাকে বলা হয় আপনি হয় বাথরুমে যান বা সিটে গিয়ে বসুন।
এরপরই তিনি বেরোবার দরজাটা খোলার চেষ্টা করেন। আর বিমান তখন ৩৭,০০০ ফুট উচ্চতায়। এরপরই ওই নারীকে ধরে ফেলা হয়। এক যাত্রীও এতে সহায়তা করেন। তখনই তিনি এক যাত্রীর উরুতে কামড়ে দেন। এরপরই বিমানের মেঝেতে ফেলে দেয়া হয় তাকে। এরপরেও ওই নারী কামড়ে ধরে থাকেন যাত্রীকে।
এরপর ওই মহিলা প্লেনের মেঝেতে মাথা ঠোকা শুরু করেন। বার বার বলেন, ওহিয়োর দিকে প্লেন নিয়ে চলো। যিশু প্লেনের দরজা খুলতে বলেছেন। কিন্তু কেন এমন করছিলেন ওই যাত্রী? তিনি কোর্টে জানিয়েছেন, প্লেনে তার শ্বাসকষ্ট হচ্ছিল। আসন থেকে উঠে পড়েছিলেন। একজনকে কামড়ে দিয়েছিলেন সেকথাও মনে আছে তার। আসলে খুব উদ্বেগ হচ্ছিল তার। তার জেরেই এই কীর্তি। ওই নারী যাত্রীর বিরুদ্ধে বিমানে হামলা চালানো, বিমানকর্মীদের কাজে বাঁধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।