বিএসইসি’র তিন পরিচালকের দপ্তর পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের কমিশনের (বিএসইসি) তিন পরিচালকের দপ্তর পরিবর্তন করা হয়েছে।
তাঁদের মধ্যে পরিচালক মো. মনসুর রহমানকে নতুনভাবে রেজিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে এসআরআইর দায়িত্ব পালন করেছেন।
পরিচালক প্রদীপ কুমার বসাককে ক্যাপিটাল ইস্যুর দায়িত্ব দেওয়ার হয়েছে। তিনি পূর্বে রেজিস্ট্রেশনের দায়িত্ব পালন করেছেন।
পরিচালক মো. ফখরুল ইসলাম মজুমদারকে এসআরআইর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে ক্যাপিটাল ইস্যু বিভাগের দায়িত্ব পালন করেছেন।
শেয়ারনিউজ, ০২ ডিসেম্বর ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |