ঢাকা, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২ মাঘ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
Aslam-Serniabath
সর্বশেষ সংবাদ
বোর্ড সভার তারিখ জানিয়েছে ছয় কোম্পানি সপ্তাহজুড়ে ডিভিডেন্ড পেলো ৩২ কোম্পানির বিনিয়োগকারীরা লেনদেনে বড় পতন শেয়ারবাজারে বি’গ্রুপের চার কোম্পানির সর্বোচ্চ রিটার্ন এক নজরে তিন কোম্পানির ডিভিডেন্ড সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার শেয়ারবাজারের জন্য ঋণ সহজ করল কেন্দ্রীয় ব্যাংক লেনদেনের ৩০ শতাংশ পাঁচ কোম্পানির দখলে
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » শেয়ারবাজার
Print

১৫ দিনের মধ্যে অ্যাকটিভ ফাইনের প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের অনিয়ম ও আর্থিক দুর্বলতা অনুসন্ধানে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর পরিপ্রেক্ষিতে হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানিটির বিশেষ নিরীক্ষা করার জন্য নিয়োগ দেয় বিএসইসি। কিন্তু নিরীক্ষা প্রতিষ্ঠানটিকে কোনও সহযোগিতা না করায় কমিশনে অভিযোগ জানায় নিরীক্ষক প্রতিষ্ঠান।

পরবর্তীতে অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের কর্তৃপক্ষকে তলব করে সতর্ক করে বিএসইসি এবং নিরীক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ১৫ কার্যদিবসের মধ্যে বিশেষ নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের বিশেষ নিরীক্ষার অবস্থা সম্পর্কে নিরীক্ষক হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগের বিষয়ে এর আগে ১৬ সেপ্টেম্বর ২০২১, ১ নভেম্বর ২০২১, ২৫ মে ২০২২ এবং ১৬ অক্টোবর ২০২২ এ মোট চারটি চিঠি দিয়েছে কমিশন। সেই চিঠিতে কমিশন হাওলাদার ইউনুস এবং কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানিটির বিশেষ নিরীক্ষা করার জন্য অনুমতি দিতে সম্মতি জানিয়েছে।

এই চিঠি জারির দিন থেকে আগামী অতিরিক্ত পনের কার্যদিবসের মধ্যে কোম্পানিটির বিশেষ নিরীক্ষা সম্পূর্ণ করতে হবে এবং কমিশনে প্রতিবেদন জমা দিতে।

এর আগে, অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের আর্থিক বিবরণী বিশেষ নিরীক্ষার নির্দেশ দেয় বিএসইসি। নিরীক্ষার জন্য হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়োগ দিয়েছিল কমিশন। তবে, বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় কোম্পানি কর্তৃপক্ষ সহযোগিতা করেনি বলে বিএসইসিতে অভিযোগ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী বিশেষ নিরীক্ষককে অসহযোগিতার জন্য চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কোম্পানিটিকে কারণ দর্শাতে বলা হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, বিএসইসির ৭৯০তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী; বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় জরুরি পরিস্থিতি বিবেচনা এবং সর্বনিম্ন দরদাতা হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ৮ লাখ টাকায় অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার জন্য নিয়োগের সিদ্ধান্ত হয়।

বিশেষ নিরীক্ষা কার্যক্রমে নয়টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এর আগে অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের তিন বছরের আর্থিক হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষও। এজন্য ওই কোম্পানিকে প্রয়োজনীয় তথ্যাদি গত বছরের ৩০ আগস্টের মধ্যে দাখিল করতে বলা হয়।

বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে, অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগ তদন্ত করা প্রয়োজন। তাই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ১৫ কার্যদিবসের মধ্যে বিএসইসর কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।

২০২০ সালের ১০ ডিসেম্বর ও ২০১৯ সালের ২১ মে জারি করা নির্দেশনা অনুযায়ী উদ্যোক্তা ও পরিচালকদের মোট পরিশোধিত মূলধনের সম্মিলিতভাবে ৩০ শতাংশ ধারণ করতে ব্যর্থ হয়েছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস। কোম্পানির মোট পরিশোধিত মূলধনের মধ্যে মাত্র ১২.০৪ শতাংশ শেয়ার আছে পরিচালকদের হাতে। ফলে, এখনও ১৭.৯৬ শতাংশ শেয়ার ধারণ করতে হবে কোম্পানিকে। ইতোমধ্যে এ বিষয়ে কোম্পানিকে একাধিকবার শুনানিতে তলব করা হয়েছে।
সর্বশেষ চলতি বছরের জুন মাসে অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের পরিচালনা পর্ষদসহ কোম্পানির সচিব ও প্রধান অর্থ কর্মকর্তাকে (সিএফও) তলব করে বিএসইসি। পাশাপাশি কোম্পানির ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনা চাওয়া হয়।

প্রসঙ্গত, ২০১০ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় অ্যাকটিভ ফাইন কেমিক্যালস। ২৩৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির মোট শেয়ার ২৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫৮০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ১২.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৩২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩.২৯ শতাংশ শেয়ার আছে।

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

শেয়ারবাজারের জন্য ঋণ সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

ডিভিডেন্ড পেলো চার কোম্পানির বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে স্বস্থির আভাস!

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

বৃহস্পতিবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা

এক ঘণ্টায় লেনদেন ২৪০ কোটি টাকা

শেয়ারবাজার - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • বঙ্গবন্ধুকে ঘিরে তিন নাটকের প্রিমিয়ার
  • পাকিস্তানের রিজার্ভে ধস
  • শাহবাজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইমরান খান
  • উড্ডয়নের পূর্বেই ফেটে গেল বিমানের চাকা, বন্ধ রানওয়ে
  • দেশের ২৮ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস
  • সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মেশিন উদ্ধার, আটক ৪
  • সিরিজ জেতার পরেও শাস্তির কবলে দক্ষিণ আফ্রিকা
  • ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে : পুতিন
  • গাইবান্ধায় জামাতের আমীরসহ আটক ২
  • ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি
  • বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
  • হুওয়ায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
  • শেয়ারবাজার
  • বোর্ড সভার তারিখ জানিয়েছে ছয় কোম্পানি
  • সপ্তাহজুড়ে ডিভিডেন্ড পেলো ৩২ কোম্পানির বিনিয়োগকারীরা
  • লেনদেনে বড় পতন শেয়ারবাজারে
  • বি’গ্রুপের চার কোম্পানির সর্বোচ্চ রিটার্ন
  • এক নজরে তিন কোম্পানির ডিভিডেন্ড
  • সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • শেয়ারবাজারের জন্য ঋণ সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
  • লেনদেনের ৩০ শতাংশ পাঁচ কোম্পানির দখলে
  • ডিভিডেন্ড পেলো চার কোম্পানির বিনিয়োগকারীরা
  • শেয়ারবাজারে স্বস্থির আভাস!
  • ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
  • বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • বৃহস্পতিবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • এক ঘণ্টায় লেনদেন ২৪০ কোটি টাকা
  • সালভো কেমিক্যালের ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ
  • আরামিট লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৮৩৬-৪৬০৭৯৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media