নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে সার্বিক অবস্থা উন্নয়নের জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা জমার নির্দেশ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আজ সোমবার আইডিআরএ’র সঙ্গে পদ্মা ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের এক সভায় এ নির্দেশনা দেয়া হয়।
আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সভায় নিয়ন্ত্রক সংস্থার সদস্যবৃন্দ এবং পদ্মা ইসলামী লাইফের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিমার প্রিমিয়াম আয়, রিনিউয়াল হার, ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ডের পরিমাণ, বিনিয়োগ, অনিষ্পন্ন বিমা দাবির পরিমাণ, পরিশোধিত বিমা দারির পরিমাণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।