নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৫ কোটি ৪১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে ২ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ২ কোম্পানির লেনদেন হয়েছে ২৮ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার।
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকার।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭১ লাখ ২৪ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১ কোটি ৬১ লাখ ৩ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ১ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৯৯ লাখ ৩৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৮ লাখ ৯৬ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৮৫ লাখ ৮৯ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫৯ লাখ ৭২ হাজার টাকার, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫৪ লাখ ৪৭ হাজার টাকার, এপেক্স ট্যানারীর ৫৪ লাখ টাকার এবং বেক্সিমকো লিমিটেডের ৪৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।