নিজস্ব প্রতিবেদক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নতুন আইন পাস হলে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদ প্রচার বন্ধের হুমকি দিয়েছে।
জার্নালিজম কম্পিটিশন অ্যান্ড প্রিজারভেশন অ্যাক্ট (জেসিপিএ) নতুন আইনটি কংগ্রেসে উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সিনেটর অ্যামি ক্লোবুচার।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আইনটি পাস হলে সংবাদ সংস্থাগুলো ফেসবুকে শেয়ার হওয়ার কন্টেন্টের ফি-এর বিষয়ে দরকষাকষির ক্ষেত্রে আরও বেশি ক্ষমতার অধিকারী হবে।
অস্ট্রেলিয়াতেও অনুরূপ একটি আইন পাস করা হয়েছিল গত বছর। সেই আইন পাসের জের ধরে ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে কিছু সময়ের জন্য সংবাদ প্রচার বন্ধ রেখেছিল।
মেটার দাবি, নিউজ আউটলেটগুলোর পাঠক কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরও বেশি পাঠকের কাছে পৌঁছাতে নিউজ আউটলেটকে সুযোগ করে দিচ্ছে তারা। প্রকাশকরা তাদের সংবাদ ফেসবুকে শেয়ার করে কারণ তারাও এটা থেকে উপকৃত হয়।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, কংগ্রেস যদি জাতীয় নিরাপত্তা আইনের অংশ হিসেবে জেসিপিএ বিল পাস করে, তাহলে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণভাবে সংবাদ সরিয়ে ফেলার কথা বিবেচনা করতে বাধ্য হব।
মেটা আরও জানিয়েছে, ফেসবুক অ্যাকাউন্টে সংবাদ শেয়ার করা প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর আকর্ষণের জায়গা নয়। এটি তাদের আয়ের একটি অংশ মাত্র।