নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, ৩০টির দর কমেছে, ২৪২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার এডিএন টেলিকমের ক্লোজিং দর ছিল ১১৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১১১ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৫.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।