নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ স্থানীয় শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীর নমিনির হাতে ১০ লাখ টাকার জীবন বীমা কভারেজের চেক হস্তান্তর করেছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির গ্রাহক মরহুম আবুল বাশার ভূঁইয়া মূল্য সংযোজন পরিষেবা (ভিএএস) হিসাবে লংকাবাংলার সাথে তার বিও অ্যাকাউন্টে ১০ লাখ টাকার একটি জীবন বীমা পলিসি গ্রহণ করেন। পরবর্তীতে গত ২০ নভেম্বর, ২০২২ তিনি পরলোক গমন করেন।
মরহুম আবুল বাশার ভূঁইয়া জীবন বীমা পলিসি হাতে নেওয়ার সময় উত্তরাধিকার সূত্রে যাকে নমিনি দিয়েছেন, তিনি উত্তরাধিকার সূত্রে সকল প্রকার নথিপত্র জমা দেন।
এরই আলোকে ৪ ডিসেম্বর ২০২২ এর মধ্যে নমিনির তরফ থেকে সমস্ত প্রয়োজনীয় উত্তরাধিকার নথি পাওয়ার পর নমিনিকে ৭ ডিসেম্বর, ২০২২ তারিখে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হতে ১০ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন।
চেক হস্তান্তর করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর সিইও এস এম জিয়াউল হক এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজ এর সিইও অ্যান্ড ডিরেক্টর খন্দকার সাফ্ফাত রেজা।
লংকাবাংলা সিকিউরিটিজের জীবন বিমা পলিসি দ্রুত দাবি নিষ্পত্তি হওয়ায় নমিনি প্রতিষ্ঠানটির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
কয়েক মাস আগে, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (সিএলআইসিএল) লিমিটেড যৌথভাবে ক্যাপিটাল মার্কেট ইন্ডাস্ট্রির জন্য একটি অনন্য জীবন বীমা পলিসি চালু করেছে। যাতে এলবিএসএল এর গ্রাহকরা বিও অ্যাকাউন্টের সাথে মূল্য সংযোজন পরিষেবা হিসাবে স্থায়ী অক্ষমতা বা মৃত্যুর জন্য জীবন বীমা কভারেজ পাবেন। এই পলিসি-তে লংকাবাংলাই প্রিমিয়াম প্রদান করে।
এই উপলক্ষে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও বলেন, "বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য মূল্য সংযোজন পরিষেবা হিসাবে বিও অ্যাকাউন্টের সাথে প্রথম।