নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সময় বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের।
কোম্পানিটির আইপিওর অব্যবহৃত অর্থ ৩১ ডিসেম্বর, ২০২৩ সাল পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
বুধবার (০৭ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এই সময় বাড়িয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির আইপিওর মাধ্যমে উত্তোলিত অব্যবহৃত ১৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার মধ্যে ৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৮৯ টাকা বিএমআরই প্রকল্পের জন্য ব্যয় করা হবে।
বাকী ১০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা হাইটেক পার্ক উন্নয়ন কাজে এবং বাকী ৫ কোটি টাকা জমি কেনার কাজে ব্যবহার হবে।