ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
ডিভিডেন্ড ঘোষণার সম্মতি পেয়েছে ইবিএল প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড অনুমোদন বন্ডকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার সংশোধনী আইন মন্ত্রীসভায় অনুমোদন বাংলাদেশকে ১৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা ইসলামী ব্যাংকের এএমডির পদত্যাগ, যোগ দিলেন নতুন ডিএমডি আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তন ইনটেকের প্রথম প্রান্তিক প্রকাশ শেয়ারবাজারের তিন কোম্পানির পরিচালকদের পদত্যাগ উত্থানের ছোঁয়াতেও দুই ব্যাংকের পিছুটান ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ৬ কোম্পানি
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অর্থনীতি
Print

শংকা বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে

নিজস্ব প্রতিবেদক: দেশে রিজার্ভের পরিমাণ কমে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ আরো বেড়েছে। এতে বৈদেশিক লেনদেনের ঘাটতি বাড়ার কারণে ঝুঁকির মাত্রাও বেড়ে যাচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার দেওয়া হচ্ছে না।

চলমান আমদানি ব্যয়ের সঙ্গে আগে স্থগিত আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যাংকগুলোতে ডলারের চাহিদা বেড়েছে। এতে অনেক ব্যাংক এখন আগের আমদানির অর্থ ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। আমদানির দেনা পরিশোধের মেয়াদ বাড়ানোর পাশাপাশি ঋণ পরিশোধের মেয়াদও বাড়ানোর আবেদন করা হচ্ছে। এতে সাময়িকভাবে বৈদেশিক মুদ্রার সংকট সামাল দেওয়া সম্ভব হলেও আগামীতে চাপ আরও বাড়িয়ে দেবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলেছে আইএমএফ। তারা বলেছে, রিজার্ভ ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। এভাবে কমে যাওয়াটা আশঙ্কার বিষয়।

সূত্র থেকে জানা যায়, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪০০ কোটি ডলারের আশপাশে ওঠানামা করছে। এ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলসহ কয়েকটি তহবিলে বিনিয়োগ করা হয়েছে ৮০০ কোটি ডলার। এটি বাদ দিলে রিজার্ভ থাকে ২৬০০ কোটি ডলার। যা দিয়ে বর্তমানে নিয়ন্ত্রিত আমদানির মধ্যে সাড়ে চার মাসের ব্যয় মেটানো যাবে।

অন্যদিকে এই রিজার্ভ থেকে আগে স্থগিত করা আমদানির দেনা পরিশোধ করতে হচ্ছে। একই সঙ্গে বৈদেশিক ঋণের সুদ ও মূল ঋণও পরিশোধ করতে হচ্ছে। এসব খাতের ব্যয় আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এ ছাড়া করোনার পর এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিদেশে চিকিৎসা নেওয়া, শিক্ষা ও ভ্রমণ খাতেও ব্যয় বেড়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, গত মার্চ এপ্রিলে সর্বোচ্চ ৯৫০ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। বর্তমানে এলসি খোলা ৫৫০ কোটি ডলারে নেমে এসেছে। আমদানি ব্যয় গত জুনে সর্বোচ্চ ৮৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এখন তা ৬৫০ কোটি ডলারে নেমে এসেছে। আগে বৈদেশিক ঋণ ও সুদ বাবদ পরিশোধ করা হতো প্রতি মাসে গড়ে প্রায় ২৫ কোটি ডলার। এখন পরিশোধ করতে হচ্ছে ৪৫ কোটি ডলার। প্রতি মাসে ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষা খাতে যাচ্ছে প্রায় ৪০ কোটি ডলার।

এ হিসাব অনুযায়ী গড়ে প্রতি মাসে বৈদেশিক মুদ্রা বাবদ ব্যয় হচ্ছে ৭৫০ কোটি ডলার। এর বিপরীতে আয় হচ্ছে ৬৫০ কোটি ডলার। এর মধ্যে রপ্তানি আয় হচ্ছে গড়ে ৫০০ কোটি ডলার। রেমিট্যান্স বাবদ আসছে ১৫০ কোটি ডলার। ফলে বৈদেশিক মুদ্রার প্রতি মাসে ঘাটতি থাকছে ১০০ কোটি ডলার। এ ডলার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ৩ থেকে ১০ কোটি ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোকে রিজার্ভ থেকে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু রিজার্ভ কমে যাওয়ায় এখন ডলারের জোগান কমিয়ে দিয়েছে। ফলে ব্যাংকগুলোও দেনা শোধ করতে পারছে না।

দেনা পরিশোধ না করার মধ্যে দেশের সরকারি একটি ব্যাংকও রয়েছে। ব্যাংকটি বিদেশি ঋণের ১১ কোটি ডলারের দেনা শোধ করতে পারেনি। ওই দেনা শোধের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। সরকারি আরো দুটি ব্যাংক জ্বালানি তেল আমদানির দেনা শোধ করতে না পারায় এর মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।

এছাড়া সরকারি আরো দুটি ব্যাংকের গ্যারান্টিতে বৈদেশিক মুদ্রায় একটি কোম্পানিকে দুবাইয়ের এক ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। ডলার সংকটে ওই দুটি ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছে না। ফলে দুবাইয়ের ব্যাংক সরকারি ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে ঋণ সমন্বয় করেছে। এছাড়া আরও বেশ কিছু ঋণ পরিশোধ না করে এর মেয়াদ বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সাপ্লাইয়ার্স ও বায়ার্স ক্রেডিটের ঋণে যেসব এলসি খোলা হয়েছে সেগুলো পরিশোধের মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে আগামীতে বৈদেশিক মুদ্রার চাপ আরো বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র থেকে জানা যায়, আগামী জানুয়ারির পর থেকে ডলার সংকট কমে যাবে। কারণ আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে এসেছে। এতে আমদানি ব্যয় কমে যাবে। এ ছাড়া বকেয়া এলসির দেনা পরিশোধের চাপও কমবে।

এর আগে, গত বছরের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮০৬ কোটি ডলারে উঠেছিল। এরপর থেকে তা নামতে থাকে। এখন তা ৩৪০০ কোটি ডলারে অবস্থান করছে।

দেশের রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রপ্তানি আয় বাড়ানো এখন চ্যালেঞ্জিং মনে করছেন উদ্যোক্তারা। কারণ বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান বাজারগুলোতে মন্দা চলছে। ফলে রপ্তানির আদেশ কমে গেছে। সেইসাথে রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানির ব্যাক টু ব্যাক এলসি খোলাও কমেছে ২৯ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

বাংলাদেশকে ১৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা

সব গাড়িতেই ফের বিমা বাধ্যতামূলক করা হচ্ছে

ছোট উদ্যোক্তাদের কম সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার শর্ত শিথিল

ঘোষণার চেয়ে বেশি দরে ডলার, তদন্ত করে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

কেজিতে ১০০ টাকা কমেছে ব্রয়লারের দাম

ব্যাংক মালিকাদের জন্য দুঃসংবাদ

দুই মিলিয়নের পথে প্রবাসীদের রেমিট্যান্স, রিজার্ভেও সুখবর

যেভাবে ও যেসব দেশে অর্থ পাচার করছেন ধনীরা

যেভাবে পোল্ট্রির বাজার নিয়ন্ত্রণে নিচ্ছে করপোরেট প্রতিষ্ঠানগুলো

সংকটের ধাক্কায় কেনাকাটা কমেছে অনলাইনেও

পাঁচ বছরে দুর্নীতিবাজদের ৬৪১৭ কোটি টাকা বাজেয়াপ্ত

নগদে কেনাকাটা করলে মিলবে বিএমডব্লিউ

অর্থনীতি - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড অনুমোদন
  • বুলেট হারিয়ে যাওয়ায় শহরে লকডাউন জারি করলেন কিম
  • বাংলাদেশকে ১৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা
  • আদানির সব শেয়ারে ফের বড় ধাক্কা
  • ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ইজিএম অনুষ্ঠিত
  • ঘুস নেওয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
  • ৭৭ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ
  • ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২০২ রান
  • এবার একসঙ্গে দেখা মিলবে ৫টি গ্রহের
  • পর্তুগালে ইসলামিক সেন্টারে ছুরি হামলা, নিহত ২
  • মৃত্যুর পর নিজের লাশ নিয়ে শেষ ইচ্ছা জানালেন মৌসুমী
  • ‘প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে’
  • শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!
  • ডোকলাম নিয়ে ভুটানের মন্তব্যে ভারতের কপালে চিন্তার ভাঁজ
  • বিল গেটসকে খোঁচা দিলেন ইলন মাস্ক
  • শেয়ারবাজার
  • ডিভিডেন্ড ঘোষণার সম্মতি পেয়েছে ইবিএল
  • প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড অনুমোদন
  • বন্ডকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার সংশোধনী আইন মন্ত্রীসভায় অনুমোদন
  • ইসলামী ব্যাংকের এএমডির পদত্যাগ, যোগ দিলেন নতুন ডিএমডি
  • ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ইজিএম অনুষ্ঠিত
  • আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তন
  • ইনটেকের প্রথম প্রান্তিক প্রকাশ
  • শেয়ারবাজারের তিন কোম্পানির পরিচালকদের পদত্যাগ
  • উত্থানের ছোঁয়াতেও দুই ব্যাংকের পিছুটান
  • ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ৬ কোম্পানি
  • বিক্রেতা সংকটের ঝলক দেখাল ৭ কোম্পানি
  • শেয়ার বিক্রির ঘোষণা
  • ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো দুই কোম্পানি
  • অ্যালায়েন্স ক্যাপিটালের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় বিএসইসি
  • ডিএসইর সাবেক চেয়ারম্যানের মৃত্যু
  • শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
  • ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
  • বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • বুধবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media