নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রথম মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
সড়ক পরিবহন সচিব বলেন, ওইদিন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি জানান, প্রথম দফায় মেট্রোরেলে উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হচ্ছে। এরপর ২০২৩ সালে মতিঝিল পর্যন্ত পুরো অংশ চালু হবে। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া হবে ২০ টাকা। উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা।
রাজধানীর যানজট কমাতে মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা দিবে বাংলাদেশ সরকারের। তবে ডিপিপির দ্বিতীয় সংশোধন প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা।