বুধবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে অভিনেত্রী শিরিন শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন।
শিলার পর এবার পরীমনিই জানালেন, তারা এখন একই ছাদের নিচে বসবাস করছেন।
গতকাল বৃহস্পতিবার (৫ জনুয়ারি) বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা ৩ দিন ধরে আবারও একসাথে একই ছাদের নিচে আছি। সবাই আমাদের ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বাঁচতে চাই। রাজ্য এখন সব কিছু। আপাতত এটুকুই বলব।
এ প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি শরিফুল রাজের।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পরীমনি ও রাজ ইস্যু ঢালিউডে টক অব দ্য টাউন। রাতের আঁধারে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছিলেন পরীমনি। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন। এরপর রক্তাক্ত বালিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পোস্ট করে পরীমনি সংবাদ সম্মেলন এর ডাক ও দেন। দুজনের কথাতেই মনে হয়েছিল, তাদের সংসার ভেঙে যাচ্ছে।