বিনোদন ডেস্ক: ভারতের অস্কারজয়ী সুরকার এআর রহমান। বিশ্বব্যাপী সুরকার হিসেবে সমাদৃত এ কিংবদন্তি। তার নামে কানাডায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির মার্কহাম শহরের একটি রাস্তার নাম গ্র্যামি পুরস্কারজয়ী এ কম্পোজারের নামে করার মাধ্যমে কানাডার পক্ষ থেকে তাকে একটি সম্মাননা প্রদান করা হয়।
সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এ আর রহমান লিখেছেন, ‘আমি কখনো এমন কল্পনাও করিনি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মার্কহামের মেয়র, কানাডার জনগণ এবং সেখানকার ভারতীয় দূতাবাসের প্রতি।’