নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষ গাড়ী আমদানী ও বিক্রেতা প্রতিষ্ঠান কার সিলেকশন-এর কর্ণধার এবং প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার আমায়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সেরনিয়াবাত ১০ম বারের মতো সর্বোচ্চ প্রথম সেরা করদাতার (ঢাকা জেলা) অর্জন করেছেন।
গত ২৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম তার হাতে সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এফবিসিসিআই’র অন্যতম পরিচালক আসলাম সেরনিয়াবাত ২০১২-১৩ অর্থবছর থেকেই ধারাবাহিকভাবে সেরা করদাতার সুনাম অর্জন করছেন। তাঁরজন্ম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী গ্রামে।
তিনি গাড়ী আমদানীকারক ও বিক্রেতা প্রতিষ্ঠানের শীর্ষ সংগঠন বারভিডা’র সিনিয়র সহ-সভাপতি, লায়নস ক্লাব অব ঢাকা গ্রান্ড, বারিধারা সোসাইটির নির্বাহী সদস্য এবং ঢাকার প্রাণ কেন্দ্র গুলশানে নির্মাণাধীন একটি ফাইভ স্টার হোটেল ও গাজীপুরে নির্মাণাধীন একটি রিসোর্টের উদ্যোক্তা।
তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক। শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৩