বিনোদন ডেস্ক: ক্যান্সার আক্রান্ত হয়েছেন কলকাতার প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা। গতকাল শনিবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ১৪ বছর আগে প্রথম বার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন শিখা শর্মা। ঐন্দ্রিলার অসুস্থ হওয়ার ঠিক আগেই ক্যান্সার থেকে ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি।
শিখা শর্মা বলেন, ‘বিষয়টি সঠিক, আমি আবার ক্যান্সার আক্রান্ত! ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে, কেমো চলছে। আগামী ১৩ জানুয়ারি অপারেশন হবে।’
গত ১ নভেম্বর মস্তিষ্কে ক্যান্সার ছড়িয়ে পড়ায় ব্রেন স্ট্রোক করেন অভিনেত্রী ঐন্দ্রিলা। তারপর তাকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। সেখানে গত বছরের ২০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থা মারা যান এই অভিনেত্রী।