ঢাকা, শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
টপ টেন থেকে ‘এ’ ক্যাটাগরির শেয়ার উধাও! ‘জেড’ গ্রুপের চার শেয়ারের ঝলক সপ্তাহজুড়ে ডিভিডেন্ড পেলো চার কোম্পানির বিনিয়োগকারীরা এক নজরে তিন কোম্পানির ডিভিডেন্ড সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার শেয়ারবাজারে নিষিদ্ধ হচ্ছে দুই নিরীক্ষা প্রতিষ্ঠান সিমটেক্সে ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রাইম ইসলামী লাইফের ডিভিডেন্ড ঘোষণা
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অর্থনীতি
Print

পাচার অর্থ উদ্ধারে আইনি কার্যক্রম চলমান: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাচারকৃত অর্থ উদ্ধারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পাচার অর্থ উদ্ধার অত্যন্ত জটিল প্রক্রিয়া। বিভিন্ন পদ্ধতি ও আইনি জটিলতার কারণে অর্থ উদ্ধারে দীর্ঘ সময় অতিবাহিত হয়।

জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন উন্নয়ন সংস্থা, গবেষণা সংস্থা বিভিন্ন ধরনের মেথোডলজি ব্যবহার করে পাচার অর্থের পরিমাণ সম্পর্কে প্রাক্কলন করে, যার যথার্থতা ওইসব প্রতিষ্ঠানও দাবি করে না। এসব সংস্থার প্রতিবেদনে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয় সে বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পরিলক্ষিত হয়। বস্তুত অর্থপাচারের পরিমাণ নির্ধারণ অত্যন্ত দুরূহ বিষয়। তবে দেশ থেকে অর্থপাচারের মাত্রা বা পরিমাণ যাই হোক না কেন, পাচারের সম্ভাব্য উৎসগুলো বন্ধ করার পাশাপাশি অর্থপাচার রোধ এবং পাচার অর্থ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারের সব সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে অর্থ পাচারের কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাচারকৃত অর্থ উদ্ধারের আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পাচারকারী বা পাচারকৃত অর্থের বিষয়ে বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে দুর্নীতি দমন কমিশন, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন তদন্তকারী সংস্থাকে সরবরাহ করে আসছে। বিদেশে (সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি) ফ্ল্যাট বা বাড়ি কেনা অথবা অন্যকোনো পদ্ধতিতে অর্থপাচার বিষয়ক বেশকিছু মামলা বর্তমানে দুদকে তদন্তাধীন। এছাড়া সিআইডির দায়ের করা পাচার সংশ্লিষ্ট বেশকিছু মামলা চলমান রয়েছে। অন্যদিকে বিদেশে পাচার সম্পদ বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে আন্তঃসংস্থা টাস্কফোর্স পাচারকৃত অর্থ উদ্ধারে কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা প্রদানকল্পে কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্ধারণ করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে বৈদেশিক ঋণ জিডিপির শতকরা হার অনুযায়ী বাংলাদেশ ঝুঁকিসীমার অনেক নিচে অবস্থান করছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈদেশিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিমুক্ত ও সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

অর্থমন্ত্রী দাবি করেন, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় কোনো ঝুঁকির আশঙ্কা নেই। আইএমএফের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ২০৩২ সাল পর্যন্ত দেশীয় ঋণসহ বৈদেশিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ঝুঁকিমুক্ত।

বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বব্যাংক ও আইএমএফের মতে বৈদেশিক ঋণ জিডিপির ঝুঁকিসীমা সর্বোচ্চ ৪০ শতাংশ বলে এ প্রশ্নের উল্লেখ করেন মন্ত্রী। মন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ জিডিপির অনুপাত (%) ছিল ১২.২। ২০২১-২২ অর্থবছরে ছিল ১৩.৭৮। এই ছয় বছরে সর্বোচ্চ ছিল ২০২০-২১ অর্থবছরে ১৬.৯।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে ঋণখেলাপির দায়ে ২১৭ জনকে জেলে পাঠানো হয়েছে। ঋণখেলাপির দায়ে ১২ কৃষককে জেলে নেওয়ার ঘটনাটি (পাবনায়) বাংলাদেশ সমবায় ব্যাংকের। এটি বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত কোনো তফসিলি ব্যাংক নয়। আদালতের এখতিয়ারভুক্ত ঋণখেলাপির দায়ে জেলে পাঠানোর ঘটনার বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।

নাজমা আকতারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে কৃষিঋণ ছাড়া সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশ। কৃষি ও পল্লীঋণের সুদের হার ৮ শতাংশ। আমানতের ওপর ব্যাংক সাধারণত ৬ শতাংশ হারে সুদ প্রদান করে থাকে।

মুস্তফা কামাল বলেন, চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি ও পল্লীঋণ বিতরণের জন্য ৩০ হাজার ৯১১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে নভেম্বর ২০২২ পর্যন্ত ১২ হাজার ৭৭৭ কোটি ৬৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বিতরণের হার ৪১ দশমিক ৩৪ শতাংশ।

সরকারি দলের মোহাম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কৃষিব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ২৮ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা। সরকারি দলের নূর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ১১ মাসে (জানুয়ারি থেকে নভেম্বর ২০২২) ১৯ হাজার ৫৮৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

শেয়ারনিউজ, ১১ জানুয়ারি ২০২৩

এ বিভাগের অন্যান্য সংবাদ

নগদে কেনাকাটা করলে মিলবে বিএমডব্লিউ

শনিবার খোলা থাকবে ব্যাংক

মুরগির মূল্য বৃদ্ধি, ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরে তলব

সরকারি ৯ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৩ মাসে ব্যাংকিং খাতে বেড়েছে ৩,৪২৬ কোটিপতি

চেক ক্লিয়ারিংয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সময়সূচি

বাণিজ্যবিষয়ক ১০টি চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ

আমানত ও ঋণের ভারসাম্য রক্ষায় শৃঙ্খলা নেই ১৭ ব্যাংকে

রমজানে যেমন হবে দেশের লোডশেডিং

প্রত্যাহার হচ্ছে ৯ শতাংশ ব্যাংক সুদহার

৮০০ কোটি ডলারের ব্যাংক ১০০ কোটিতে কেনার প্রস্তাব

৭৩ বছর পর ট্রেন যাচ্ছে সমুদ্রবন্দরে

অর্থনীতি - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
  • এবার এমপি পদ হারালেন রাহুল গান্ধী
  • সাংবাদিকের গায়ে হাত তুললেন পুলিশের এসি
  • মিথ্যা ঘোষণা দিয়ে কনটেইনার ভর্তি মদ আনলো বিসমিল্লাহ করপোরেশন
  • ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো চার কোম্পানি
  • গ্রেফতার ট্রাম্প, পুতিন জেলে!
  • রোজা ভঙ্গের ১৫ কারণ
  • ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩
  • যে কারণে বিরিয়ানির পাতিল লাল কাপড়ে মোড়ানো থাকে
  • তারাবিহ নামাজ না পড়লে কি রোজা হবে?
  • সেহেরিতে যেসব খাবার স্বাস্থ্যকর নয়
  • সাকিবদের আইপিএল ইস্যুতে সিদ্ধান্তে অটল বিসিবি
  • এবার নতুন পরিচয়ে নিশো-মেহজাবীন
  • রমজানে রাজধানীর ২০ স্থানে মিলবে কম দামে ডিম-মাংস-দুধ
  • রমজানে রাজধানীতে যানজট নিরসনে ১৫ নির্দেশনা
  • শেয়ারবাজার
  • টপ টেন থেকে ‘এ’ ক্যাটাগরির শেয়ার উধাও!
  • ‘জেড’ গ্রুপের চার শেয়ারের ঝলক
  • সপ্তাহজুড়ে ডিভিডেন্ড পেলো চার কোম্পানির বিনিয়োগকারীরা
  • ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো চার কোম্পানি
  • এক নজরে তিন কোম্পানির ডিভিডেন্ড
  • সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • শেয়ারবাজারে নিষিদ্ধ হচ্ছে দুই নিরীক্ষা প্রতিষ্ঠান
  • সিমটেক্সে ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ পুনর্গঠন
  • প্রাইম ইসলামী লাইফের ডিভিডেন্ড ঘোষণা
  • মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন তারিখ নির্ধারণ
  • মিউচ্যুয়াল ফান্ডের অর্থ আত্মসাত রোধে বিএসইসি’র ৫ পদক্ষেপ
  • বিএসসি বাংলার সমৃদ্ধির ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা
  • ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ৪ কোম্পানির শেয়ার
  • চরম অস্থিরতার মধ্যেই সুদহার বাড়ালো যুক্তরাষ্ট্র
  • ব্লকের সুবিধা টেনে ধরছে মূল বাজারকে
  • মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
  • সালভো কেমিক্যালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • তিন ঝুঁকিতে দেশের শেয়ারবাজার
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media