নিজস্ব প্রতিবেদক: বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় অরক্ষিত রেলকক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ যাত্রী।
ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানা যাবে।