নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভূক্ত বিভিন্ন খাতের ১২টি কোম্পানির বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে ডিভিডেন্ড পাঠিয়েছে। এই ১২টি কোম্পানির মধ্যে রয়েছে আরগন ডেনিমস, বিডিকম, ইভেন্স টেক্সটাইল, জেনারেশন নেক্সট, জেমিনি সী ফুড, জিপিএইচ ইস্পাত, এডিএন টেলিকম, মুন্নস্পুল, পেপার প্রসেসিং, আইটি কনসালটেশন, তিতাস গ্যাস এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই ১২টি কোম্পানির মধ্যে আরগন ডেনিমস বিনিয়োগাকরীদের জন্য ১০ শতাংশ ক্যাশ, বিডিকম ১০ শতাংশ ক্যাশ, ইভেন্স টেক্সটাইল ২ শতাংশ ক্যাশ, জেনারেশন নেক্সট ১ শতাংশ ক্যাশ, জেমিনি সী ফুড ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক, জিপিএইচ ইস্পাত ৫.৫০ ক্যাশ এবং ৫.৫০ স্টক, এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ, মুন্নস্পুল ১০ শতাংশ, পেপার প্রসেসিং ৮ শতাংশ ক্যাশ, আইটি কনসালটেশন ৬ শতাংশ ক্যাশ, তিতাস গ্যাস ১০ শতাংশ ক্যাশ এবং মতিন স্পিনিং ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।