নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে অবস্থানের অবনতি হয়েছে। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের মাঝে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তনের আদেশ জারি করেছে। কোম্পানি দুটি হল এস আলম কোল্ড এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুটির ক্যাটাগরি অবনতি হয়ে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। কারণ কোম্পানিগুলো বিনিয়োকারীদের জন্য ১০ শতাংশের কম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
জানা যায়, এস আলম কোল্ড ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। এর ফলে ‘এ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে গত ১২ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু করে।
অন্যদিকে, সিলকো ফার্মাসিটিক্যালস ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ডের পরিমাণ ১০ শতাংশের নিচে হওয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।