ক্রীড়া প্রতিবেদক: মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়টা ঐতিহাসিক। আর নিউজিল্যান্ডের মাটিতে তা ছিল কল্পনীয়। তবে গত বছর সেটি বাস্তবে ধরা দেয় মাউন্ট মঙ্গানুই টেস্টে।
সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেনএবাদত হোসেন। ২০২২ সালে উইজডেনের বর্ষসেরা স্পেলের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে এটি।
বাংলাদেশী এই পেসারের প্রতিদ্বন্দ্বি হিসেবে তালিকায় ছিলেন ইংল্যান্ডের ওলি রবিনসন, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এমন তারকা বোলারদের ফেলেছে এবাদতের সেই বোলিং স্পেলটি।
২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ডানহাতি এই পেসারের ম্যাচজয়ী বোলিংকে বর্ষসেরা স্পেল হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল হিসেবে খ্যাত উইজডেন।